ইফা ডিজির অপসারণ দাবি আল্লামা শফীর

21/05/2014 4:35 pmViews: 4

 

 

ঢাকা, ২০ মে  : ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মুহাম্মদ আফজালকে বিতর্কিত ও অযোগ্য দাবি করে সংস্থাটির পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এদাবি করেন।

এছাড়া ধর্মীয় সমপ্রীতি ও সমাজে বিরাজমান শান্তি-শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের দায়ে ইফার ডিজিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানিয়েছেন তিনি।

আল্লামা শফী বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি একজন সন্ত্রাসী, দুর্নীতিবাজ, আলেম-ওলামা ও ইসলামি জনতার মাঝে বিভেদ সৃষ্টি করে নাস্তিক্যবাদী খোদাদ্রোহী সেক্যুলার গোষ্ঠীর রাষ্ট্র ও ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে।

কোনো বেঈমান ইসলামিক ফাউন্ডেশনের মতো দ্বীনি প্রতিষ্ঠানের ডিজি থাকতে পারেন না উল্লেখ করে আহমদ শফী বলেন, এ কুখ্যাত ইহুদি দেশের ঐতিহ্যবাহী ‘কওমি মাদরাসাগুলোতে জঙ্গি-তালেবান সৃষ্টি করা হয়’ বলে যে ঔদ্ধত্যপূর্ণ মিথ্যাচার করে বই প্রকাশ করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই, প্রকৃতপক্ষে সামীম মুহাম্মদ আফজালই জঙ্গিবাদের মদদদাতা ও বিদেশি চর। আমরা অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছি।

বিবৃতিতে হেফাজত আমীর স্বাধীনতার পূর্বাপর ইসলামিক ফাউন্ডেশন দলমত নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ইমান-আকীদা, ইসলামি শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসচর্চা ও তাহযীব-তামাদ্দুনের উৎকর্ষে ব্যাপক প্রশংসাও করেন।

আল্লামা শফী বলেন, আলেম-ওলামা ও ইমামদের অনুষ্ঠানে নর্তকীদের অশ্লীল নৃত্য থেকে শুরু করে সমপ্রতি ইসলামিক ফাউন্ডেশনের অর্থে বিতর্কিত বই ছাপিয়ে ধর্মীয় উস্কানি ও সামপ্রদায়িক নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা পর্যন্ত তার দীর্ঘ অপকর্মের ফিরিস্তি দেশবাসীর কমবেশি জানা। ইসলামিক ফাউন্ডেশনের ইসলামি প্রকাশনার কাজ বন্ধ রেখে তিনি একে ধর্মীয় উস্কানি ও সামপ্রদায়িক নৈরাজ্যের হাতিয়ারে পরিণত করেছেন।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, কালবিলম্ব না করে ইফার বর্তমান ডিজিকে অপসারণ করা না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।

Leave a Reply