ইন্দোনেশিয়া উপকূলে আরো ৫০০ অভিবাসী উদ্ধার

20/05/2015 11:09 amViews: 3
ইন্দোনেশিয়া উপকূলে আরো ৫০০ অভিবাসী উদ্ধার

ফাইল ফটো

ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে আরো প্রায় ৫০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অভিভাসী বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মীরা।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার ভোরের দিকে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের উপকূলে মালাক্কা প্রণালীতে এসব অবৈধ অভিবাসীদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।

মানবপাচার নিয়ে সাম্প্রতিক সঙ্কট মোকাবেলার পথ খুঁজতে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতির মধ্যেই ইন্দোনেশিয়া উপকূলে অবৈধ এসব অভিবাসীদের উদ্ধার করার খবর এল।

রয়টার্সকে ইন্দোনেশিয় ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা খায়রুল নোভা বলেন, আমরা সব মিলিয়ে প্রায় পাঁচশ জনকে পেয়েছি। ছোট ছোট নৌকায় করে তাদের সাগর থেকে তীরে আনা হচ্ছে।

গত দুই সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ পাচারকারীদের নৌকায় করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাটিতে নামতে পারলেও এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আন্দামান সাগর ও থাই উপকূলে টকা পড়ে আছে বলে মানবাধিকার সংস্থাগুলোর ধারণা।

গত কয়েক দিনে ওই তিন দেশের উপকূলরক্ষীরা মানুষবোঝাই বেশ কিছু নৌকা উপকূলে ভিড়তে না দিয়ে গভীর সাগরে ঠেলে দেয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে সমুদ্রপথে মানবপাচার বন্ধে বুধবার কুয়ালালামপুরে জরুরি বৈঠকে বসেছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।

Leave a Reply