ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় ১৯ হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। বিগত কয়েক মাস পর দেশটিতে এই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে। সোমবার থেমে থেমে মাউন্ট সিনাবুং এ নয়বার লাভা উদগিরণ হয়। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরই নুগরোহো জানান, সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলীয় মাউন্ট সিনাবুং থেকে সোমবার রাত ও মঙ্গলবার সকালে আকাশে ছাইভস্ম ও লাভার উদগিরণ হয়। এসব ছাইভস্ম সাত হাজার মিটার ওপরে ওঠে যায়।
নুগরোহো জানান, মাউন্ট সিনাবুং এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। এ পাহাড়ের পাঁচ কিলোমিটারের মধ্যে লোকজনকে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার রাতে ১৯ হাজার ১২৬ জন তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে।
নুগরোহো জানান, পুলিশ ও সৈন্যরা নিজেদের ঘর-বাড়িতে অবস্থান করা লোকজনকে সরিয়ে নিতে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দিচ্ছে।
২০১০ সালের পর এই প্রথম গত সেপ্টেম্বর মাসে মাউন্ট সিনাবুংয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সূত্র:এএফপি।