‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেওয়া হল আমিরের নাম

07/01/2016 2:55 pmViews: 7
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেওয়া হল আমিরের নাম
 
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেওয়া হল আমিরের নাম
বলিউডের মিস্টার কুল আমির খান। সব সময় হিসেব করে কথা বললেও গত বছর ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কড়া সমালোচনা করায় ক্ষমতাশীল দল বিজেপির তোপের মুখে পড়েছিলেন তিনি। আর এ নিয়ে শুধু বিজেপি নয় সারা ভারত জুড়েই সৃষ্টি হয় ক্ষোভের।
এ ঘটনায় আমিরের সহধর্মীনি কিরণ রাও নিরাপত্তার অভাবে প্রয়োজনে দেশ ছাড়বেন এমন মন্তব্য করায় শুরু হয় তীব্র সমালোচনা। এরপর আমির চিকিৎসার অজুহাতে পাড়ি জমান আমেরিকায়। কিছু দিন পর সব কিছু ঠিক হলেও অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলায় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র বিজ্ঞাপন থেকে সরানো হয় আমির খানকে। এক্ষেত্রে কেন্দ্রের বিজেপি সরকার চুক্তির মেয়াদ শেষ দেখিয়ে সম্পর্ক ছিন্ন করে আমির খানের সাথে।
বুধবার দিনভর মিডিয়া রিপোর্টে প্রচারিত হয়, পর্যটন মন্ত্রণালয়ের এই বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলিউড অভিনেতাকে। শেষমেশ এ নিয়ে বিবৃতি দিয়ে মন্ত্রণালয়ের তরফে বলা হয়, যে সংস্থার সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি হয়েছিল, তাদের সঙ্গে আমিরের চুক্তি শেষ। অতএব, আমিরকে ছেঁটে ফেলতে আর কোনও বাধাই রইলো না মোদী সরকারের।
বিজেপি-র আইটি, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অমিত টুইট করেন, ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকা আমির খানকে সরানো হলো’। এর পরই একের পর এক চ্যানেলের মাধ্যমে সে খবর দেখানো শুরু হয়।

Leave a Reply