ইতিহাস গড়লো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

22/10/2013 7:58 pmViews: 17

1382457208.ডেস্ক: ইতিহাস গড়লো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আজ মঙ্গলবার দিন শেষে এর পরিমাণ ১৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে যা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতার মাত্রা ছুঁয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মে মাসে রিজার্ভের পরিমাণ ছিল ১৫০০ কোটি ডলার। এরপর আগস্ট মাসে সেই রিজার্ভের পরিমাণ ১৬০০ কোটি ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল।
রিজার্ভের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঈদুল আযহা উপলক্ষে প্রবাসীরা প্রচুর অর্থ পাঠিয়েছে যা রিজার্ভের পরিমাণ বাড়াতে সাহায্য করেছে। এছাড়া রফতানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণের কারণেও রিজার্ভ বাড়ছে।
এই রিজার্ভের পরিমাণ উত্তরত্তোর বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উদীয়মান অর্থনীতির দেশ ভারতে। বাংলাদেশের পরে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

Leave a Reply