ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু
ঢাকা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন, মাগুরার শালিখার হাজরাহাতি এলাকার বাসিন্দা তোজাম সরকার (৭২), নেয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুর এলাকার নূর আলম (৬৫) ও কুমিল্লার দেবিদ্বারের কুর্চাব এলাকার আব্দুল লতিফ (৭৫)।
বৃহস্পতিবার ওই তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।
শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।