ইজতেমায় বিদেশি নাগরিকের মৃত্যু

26/01/2014 9:34 pmViews: 8

ইজতেমায় বিদেশি নাগরিকের মৃত্যু ঢাকা : বিশ্ব ইজতেমায় এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ইয়েমেনের এক নাগরিকের নাম আহমেদ আবদুল জরুন (৭০)। শুক্রবার গভীর রাতে ইজতেমা মাঠে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. আবদুল মজিদ জানান, ‘ইজতেমা মাঠে বুকে ব্যথা অনুভব করেন ইয়েমেনের নাগরিক আহমেদ আবদুল জরুন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, এ পর্যন্ত একজন বিদেশিসহ মোট পাঁচজন মুসল্লি বিশ্ব ইজতেমায় মারা যান।

Leave a Reply