ইজতেমার প্রথমপর্ব শুরু, নিহত ২

25/01/2014 7:15 amViews: 7

 

 

 

 

tongi ejtema টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। গতকাল ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৪৯ তম ইজতেমার ১ম পর্ব। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। এদিকে, বার্ধক্যজনিত কারণে ইজতেমা প্রাঙ্গণে ১ম দিন মারা গেছেন ২ জন মুসল্লী।

 

মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমায় শরীক হতে টঙ্গীর তুরাগ তীরে একত্রিত হয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। সারা দিন চলবে জিকির- আসকার, তালিম-বয়ান ও ইবাদত-বন্দেগী।

 

ইজতেমা ময়দানে এবার বাড়ানো হয়েছে খাবার পানি আর ওজু-গোসলের সুযোগ-সুবিধা। মুসল্লিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা দিতে কাজ করছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

 

এছাড়া, মুসল্লিদের আনা নেয়ার জন্য রয়েছে বিশেষ বাস সার্ভিস। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বয়ান শোনার সুবিধার জন্য ময়দানের প্রতিটি অংশে রয়েছে মাইক।
এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে তুরাগ পাড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টাওয়ার ও ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির দায়িত্বে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) ও পুলিশ।

 

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে রোববার শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

Leave a Reply