ইজতেমার নিরাপত্তায় থাকছে ১ হাজার র্যাব সদস্য

টঙ্গী, ২২ জানুয়ারি : বিশ্ব ইজতেমা চলাকালে নিরাপত্তার জন্য র্যাবের ১হাজার সদস্য ২৪ ঘন্টা নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন র্যাবের মহা-পরিচালক মোখলেছুর রহমান। বুধবার বিকালে ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি জানান, র্যাব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক ব্যাবস্থা গ্রহণ করেছে। ময়দানের পাঁচটি পয়েন্টে নিরাপত্তার জন্য ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। দুইটি হেলিকপ্টার আকাশ পথে টহল দিবে। এছাড়াও বিদেশী মেহমানদের নিরাপত্তার জন্য গত ১৭ জানুয়ারী থেকে গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ নজরদারী চলবে।
পরিদর্শনকালে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডর এটিএম হাবিবুর রহমান, র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াৎ প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।
 
 
















