ইকুয়েডরে ভূমিকম্প: পররাষ্ট্রমন্ত্রীর সহমর্মিতা প্রকাশ
ইকুয়েডরে শক্তিশালী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি। রবিবারের এই ভূমিকম্পে কমপক্ষে ২৭২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন দুই সহস্রাধিক।
ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী চার্লস ফ্ল্যানাগানকে দেয়া একটি বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পে নিহত ও আহতদের কথা জেনে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা এই কঠিন সময়ে আপনাদের সরকার ও ইকুয়েডরের বন্ধুত্বপূর্ণ মানুষের পাশে আছি।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ইকুয়েডরের মানুষরা খুব দ্রুত স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।