ইকরাম আহমেদ পিএসসির নতুন চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ইকরাম আহমেদকে সংস্থার নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
আদেশে বলা হয়, পিএসসির সদস্যপদ থেকে পদত্যাগসাপেক্ষে তার এই নতুন নিয়োগ কার্যকর হবে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইকরাম আহমেদকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন বলে আদেশে উল্লেখ করা হয়।
২০১১ সালের ২৩ নভেম্বর থেকে আহমেদুল হক সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মেয়াদ গত ১৯ ডিসেম্বর শেষ হয়।