ইউরোপ সেরার তালিকায় মেসি-রোনালদো-সুয়ারেজ

13/08/2015 1:22 pmViews: 10
ইউরোপ সেরার তালিকায় মেসি-রোনালদো-সুয়ারেজ

ইউরোপের সেরা ফুটবল খেলোয়ারদের তালিকা কমতে কমতে তিনজনে এসে দাড়িয়েছে। আর এ তিনজনই স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যেই একজন হরেন সেরা। তবে বাছাইটা একটু কঠিনই হবে নির্বাচকদের। আগামী ২৭ আগস্ট মোনাকোতে ঘোষণা করা হবে পুরস্কার জয়ীর নাম।

২৩ জনের তালিকা থেকে বুধবারই সংক্ষিপ্ত তালিকা তৈরী করা হয়। যেখান থেকে সবচেয়ে সম্ভাবনাময়ী হিসেবে বাদ পড়লেন নেইমার ডি সিলভা জুনিয়র। গত মৌসুমে ইউরোপ সেরার পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও আছেন তিনি। এ জন্য ৩ জনই স্থান পেয়েছেন ২০১৪ থেকে ২০১৫ সালে ইউরোপের সেরা প্লেয়ার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়।

খেলার মাঠে যেমন দুই চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, সেরার তালিকাও প্রতিদ্বন্দ্বি এই দুই ক্লাব। এবার ইউরোপ সেরার তালিকার দুইজনই লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ বার্সেলোনার। অপরজন রিয়াল মাদ্রিদের, ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত মৌসুমে মোট ৫৪ ম্যাচে ৬১টি গোল করেছিলেন রোনালদো। এরপর জিতেছে উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপও। এরপরই কিন্তু নিজেদের আবার কক্ষপথে ফিরিয়ে আনেন যেন মেসি এবং সুয়ারেজ দু’জনই। সঙ্গে ছিলেন নেইমারও। এই তিনজনের অসাধারণ নৈপুন্যে বার্সেলোনা জিতল গৌরবের ট্রেবল।

রোনালদো, মেসি এবং সুয়ারেজ শুধু সতীর্থ নেইমারকেই পেছনে ফেলেননি, এই পুরস্কারের দৌড়ে হারালেন জুভেন্তাসের জিয়ানলুইজি বাফন, আন্দ্রে পিরলো এবং চেলসির এডিন হ্যাজার্ডকে।

পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন বার্সার ফরোয়ার্ড মেসি। গত মৌসুমে বার্সার হয়ে ট্রেবল জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা ডেল রের শিরোপা জিততে সহায়তা করেছেন ২৮ বছর বয়সী মেসি। ২০১১ সাল থেকে সেরা প্লেয়ার পুরস্কার দিচ্ছে উয়েফা। এর প্রথম পুরস্কারটি পেয়েছিলেন মেসি।

মেসি ছাড়া ৩ জনের সংক্ষিপ্ত তালিকার বাকি ২ জন হচ্ছেন সুয়ারেজ ও রোনালদো। গত বছর পুরস্কার পেয়েছিলেন রোনালদো। তালিকায় আরও ছিলেন জুভেন্টাসের বুফন, বার্সেলোনার নেইমার ও চেলসির এডিন হ্যাজার্ড।

উইয়েফা সদস্য ৫৪ টি দেশের নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হয় ইউরোপ সেরা ফুটবলারটিকে।

Leave a Reply