ইউরোপ মাতিয়ে ভারতে সারফেস প্রো ৪

ইউরোপ মাতিয়ে ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশের বিকাশমান প্রযুক্তিপণ্যের বাজারে আসছে ‘সারফেস প্রো ৪’। ২০১৪ সালে বাজারে আসা ট্যাবলেট কাম ল্যাপটপ ‘সারফেস প্রো ৩’ বিপুল জনপ্রিয়তা পাওয়ায় এই ডিভাইস উন্মোচন করে মাইক্রোসফট।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত সারফেস প্রো ৪ শুরুতে আসছে ভারতের বাজারে। এ নিয়ে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি ইভেন্টের আয়োজন করেছে মাইক্রোসফট ইন্ডিয়া।
২০১৫ সালের শুরুতে ভারত সফরে আসেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। ওই সময় তিনি ঘোষণা দেন, ২০১৬ সালের শুরুতে সারফেস প্রো ৪ ভারতে উন্মোচন করা হবে।
সারফেস প্রো থ্রি’তে ১২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হলেও সারফেস প্রো ৪ -এ ১২ দশমিক ৩ ইঞ্চির টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজ্যুলেশন ২৭৩৬–১৮২৪ পিক্সেল। এর ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ফোর। এছাড়া এর সঙ্গে আছে একটি স্টাইলাস। নির্মাতা প্রতিষ্ঠান এ স্টাইলাসকে সারফেস পেন নাম দিয়েছে।
ট্যাবটিতে প্রসেসর হিসেবে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোর এমথ্রি রয়েছে। এতে ইন্টেলের এইচডি গ্রাফিকস কার্ডও ব্যবহার করা হয়েছে।
এক টেরাবাইট এসএসডি স্টোরেজ সুবিধার এই ডিভাইস ৪ গিগাবাইট র্যা ম সংস্করণ থেকে শুরু করে ১৬ গিগাবাইট র্যা ম সংস্করণে বাজারে পাওয়া যাবে।
মাইক্রোসফটের দাবী, সারফেস প্রো ৩ এর চেয়ে ৩০ শতাংশ এবং অ্যাপলের ম্যাকবুক এয়ারের চেয়ে ৫০ শতাংশ দ্রুত কাজ করবে সারফেস প্রো ৪। ইন্ডিয়ান এক্সপ্রেস।