ইউরেনিয়াম নিয়ে পশ্চিমা সমালোচনা প্রত্যাখ্যান ইরানের
ইউরেনিয়াম সমৃদ্ধ করা নিয়ে ফ্রান্স, জার্মানি, বৃটেন ও যুক্তরাষ্ট্রের সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সমালোচনাকে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের এই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন, ইরানের শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সব সময় এবং অব্যাহতভাবে দেশের শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য অব্যাহত থাকবে। এই কর্মসূচি পুরোপুরি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণাঙ্গ তত্ত্বাবধানে আছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয়, উচ্চ পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার গতি বৃদ্ধি করেছে ইরান। এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার নিন্দা জানায় পশ্চিমা দেশগুলো। আইএইএ রিপোর্ট করেছে কয়েক মাস ধীর গতির পর ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করেছে ইরান। এরপরই বৃটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি দিয়ে এর নিন্দা জানায়। তাতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অব্যাহত উত্তেজনা বৃদ্ধি করবে এ ঘটনা।