ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হবে: জাবেদ আলী

27/02/2016 6:43 pmViews: 10
ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হবে: জাবেদ আলী
 
ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হবে: জাবেদ আলী
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি মডেল নির্বাচন হবে। নির্বাচন কর্মকর্তা নিয়োগে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই দলীয় পরিচয় আছে এমন কাউকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয়া যাবে না। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান শাস্তি নিশ্চিত করতে হবে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে বিভাগীয় প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার নগরের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. জাবেদ আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। এখানে সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন। প্রার্থী এবং কিছু সমর্থক নির্বাচনী আচরণবিধি না মানার কারণে সমস্যা হয়। এর সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রকাশ্যে দলের পক্ষে কাজ করার মানসিকতা দেখা যায়। এগুলো কাটিয়ে উঠতে হবে। প্রতি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মীরা থাকবেন। তাঁরাই সুষ্ঠু নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবেন।

Leave a Reply