ইউপি নির্বাচনে হস্তক্ষেপের ফল শুভ হবে না: খন্দকার মাহবুব

26/02/2016 10:10 pmViews: 16
ইউপি নির্বাচনে হস্তক্ষেপের ফল শুভ হবে না: খন্দকার মাহবুব
 
ইউপি নির্বাচনে হস্তক্ষেপের ফল শুভ হবে না: খন্দকার মাহবুব
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনরা হস্তক্ষেপ করলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, ‘তৃণমূলের এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সন্ত্রাসীরা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাহিনী হস্তক্ষেপ করে, তাহলে তৃণমূলে যে বিরাট একটা আন্দোলন শুরু হবে, সেটাকে সরকারের পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না।’
শুক্রবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাতে চায়, দেখো- সারা বাংলাদেশে নৌকার জয়জয়াকার। কিন্তু দেশের মানুষ ও বিশ্ববাসীকে এভাবে ধোঁকা দেওয়া সম্ভব নয়।’

তিনি দাবি করেন, ‘সারাদেশে তাদের ৫০ লাখ নেতা-কর্মী জুলুমের মধ্যে আছেন। দিনের পর দিন তাদের মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে হচ্ছে। এই সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করবে না; বরং আরও মামলা দেবে। আমি মনে করি, এ থেকে উত্তরণের একমাত্র পথ- আসুন এ সরকার যাতে ক্ষমতা থেকে বিদায় নেয়, সেজন্য ঐক্যবদ্ধ হোন। অতীতের ইতিহাস দেখুন; আন্দোলন ছাড়া, রক্ত ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। আমাদেরও আন্দোলনে যেতে হবে।’

Leave a Reply