ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসতে সম্মত বাইডেন ও পুতিন
ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসতে সম্মত বাইডেন ও পুতিন
খবরে জানানো হয়েছে, বৈঠকে সম্মত হলেও রাশিয়ার জন্য একটি শর্ত ছুঁড়ে দিয়েছে বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ না করে তাহলেই কেবলমাত্র এই বৈঠক হতে পারে। ম্যাক্রনের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই বৈঠককে ইউরোপের নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিতের বৈঠক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়, বাইডেন ও পুতিনের সঙ্গে কথা বলেছেন মাখোঁ। তিনি ইউক্রেন সংকট নিয়ে বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন।
বাইডেন ও পুতিন উভয়ই বৈঠকের প্রস্তাবটি নীতিগতভাবে গ্রহণ করেছেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যতক্ষন না ইউক্রেনে আগ্রাসন শুরু হচ্ছে ততক্ষন কূটনীতির উপরেই জোর দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া যদি যুদ্ধকেই বেছে নেয় তবে আমরা তাদের কঠিন ও ভয়াবহ পরিনতির মধ্য দিয়ে নিতে আমরা প্রস্তুত। বর্তমানে মনে হচ্ছে, রাশিয়া শিগগিরই ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে যাচ্ছে। ক্রেমলিনের তরফ থেকে তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রোববার ম্যাক্রনের সঙ্গে এক ফোনালাপে এই সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ উপরে জোর দেন পুতিন।
বৈঠক আয়োজনের প্রস্তুতি আগামী বৃহস্পতিবারের মধ্যে শুরু হবে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে বৈঠক করবেন। এ বৈঠকের সময় তারা বাইডেন ও পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করবেন।