ইউক্রেনে ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া

07/03/2022 4:42 pmViews: 2

ইউক্রেনে ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া

ইউক্রেনে এখন পর্যন্ত ৬০০ মিসাইল হামলা করেছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম সিএনএনকে এমন তথ্য দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনায় রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করেছে দেশটি। তিনি জানান, খারসন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষণে দেখা গেছে রুশ বাহিনী এখন কিয়েভ, খারকিভ, চেরনিহিভ ও মারিওপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। তবে ইউক্রেনের তীব্র প্রতিরোধের কারণে রাশিয়ার আক্রমণের গতি কমে গেছে।

এদিকে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সামরিক বহর। যদিও গত কয়েক দিন ধরেই এটি থেমে আছে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানী ফুরিয়ে যাওয়ায় বহরটি থেমে আছে।

তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এক আপডেটে জানিয়েছেন, কিয়েভ দখলে নিতে শক্তি সঞ্চয় করছে রাশিয়া। বর্তমানে ওই সামরিক বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে, সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কিয়েভ থেকে এটি প্রায় ২৫ কিলোমিটার দূরে ছিল।

সিএনএন জানিয়েছে, বর্তমানে কিয়েভের আকাষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রেখেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই আকাশপথে শক্তি বাড়াচ্ছে। ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, দেশের বেশির ভাগ এলাকায় ইউক্রেনীয় নাগরিকেরা এখনো যোগাযোগ সুবিধা পাচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার ও সংবাদমাধ্যমে চোখ রাখতে পারছে। এদিকে ইউক্রেনের বন্দর শহর ওডেসাতে রুশ বাহিনী এখনো হামলার প্রস্তুতি নেননি বলে জানান তিনি। বলেন, ওডেসার কাছে সমুদ্রে ও স্থলে একসঙ্গে আক্রমণ হওয়ার মতো কোনো ঘটনা এখনো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সোমবার ১২তম দিনের মতো যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত ৩৬৪ বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ২৫ শিশু রয়েছে। এছাড়া রুশ হামলায় আহত হয়েছেন মোট ৭৫৯ জন। যদিও হতাহতের এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

Leave a Reply