ইউক্রেনে প্রায় ৫০০ রুশ সেনা নিহতের কথা জানালো রাশিয়া

03/03/2022 1:12 pmViews: 4

ইউক্রেনে প্রায় ৫০০ রুশ সেনা নিহতের কথা জানালো রাশিয়া

ইউক্রেনে আক্রমণের এক সপ্তাহ পর প্রথম বারের মতো নিজেদের হতাহতের সংখ্যা জানালো রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৫৯৭ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হতাহতের এ সংখ্যার কথা জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ। তিনি নিহত ও আহত রুশ সেনাদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। এ খবর দিয়েছে আল-জাজিরা।

এর আগে ইউক্রেনের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, রাশিয়ার হাজার হাজার সেনাকে হত্যা করেছে তারা। তবে এমন দাবিকে উড়িয়ে দেন কোনাশেনকভ। উল্টো তিনি জানান, রাশিয়ার আক্রমণে ২ হাজার ৮৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

আহত হয়েছে আরও ৩ হাজার ৭০০ জন। রুশ বাহিনীর হাতে আটক রয়েছে ৫৭২ সেনা।

তবে শুধু সেনা সদস্যই নয়, রাশিয়ার হামলায় মারা যাচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষও। যদিও রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, তারা শুধু সামরিক স্থাপনা টার্গেট করেই হামলা করছে। জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২২৭ বেসামরিক নাগরিক মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫২৫ জন।

Leave a Reply