ইউক্রেনের মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া

17/04/2022 12:06 pmViews: 5

 ইউক্রেনের মারিউপোলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া

পুরো মারিউপোলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণের মাধ্যমে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যদি ইউক্রেনের সেনারা এখনও মারিউপোলে লড়াই করে থাকেন, তাহলে তাদেরকে আজ রোববার মস্কোর স্থানীয় সময় সকাল ৬টা থেকে অস্ত্র সমর্পণ করতে হবে। তা নাহলে তাদের জীবন বিপন্ন হবে। রাশিয়ার বার্তা সংস্থা তাস’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রাশিয়া বলেছে, মারিউপোলে এখন যে সেনারা রয়েছেন তারা ইউক্রেনের এবং বহিরাগত।

তারা আজোভস্টাল স্টিল ওয়ার্কে ব্লকেড সৃষ্টি করেছে। রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা সেন্টারের পরিচালক কর্নেল জেনারেল মিখাইল মিজিনতসেভ বলেছেন, ওই কারখানাটির বর্তমান অবস্থা বিপর্যস্ত। ওদিকে মারিউপোলের পরিস্থিতিকে অমানবিক বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

তিনি মিত্রদের কাছে আরও ভারি অস্ত্র চেয়েছেন রাশিয়ানদের কবল থেকে ওই শহরকে রক্ষার জন্য।

Leave a Reply