ইউক্রেনের জন্য আবারও বড় সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের জন্য আবারও বড় সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আবারও ইউক্রেনের জন্য বড় সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহেই ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের বিশাল প্যাকেজ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জানা গেছে, আগামি কয়েক দিনের মধ্যেই আবারও একই আকারের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন। মঙ্গলবার একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, গত সপ্তাহের প্যাকেজের মতই আরেকটি প্যাকেজ ঘোষণা হতে যাচ্ছে। তবে এতে কী কী থাকছে তা নির্ধারণে এখনও কাজ চলছে। এর আগে গত সপ্তাহে রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনের জন্য বড় সামরিক সহায়তা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ৮০ কোটি ডলারের ওই প্যাকেজে ছিল আর্টিলারি সিস্টেম, আর্টিলারি রাউন্ড, আর্মর্ড পার্সোনাল ক্যারিয়ার এবং উপকূল প্রতিরক্ষা বোট।
গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর ইউক্রেনকে সহায়তায় কয়েক দফায় সামরিক সহায়তা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।