ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

05/11/2015 3:56 pmViews: 5
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

 

আবুধাবীতে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে রানে হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ তে জিতে নিল পাকিস্তান।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের খেলায় ২৮৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে মাত্র ১৫৬ রানে অল আউট হয় কুকরা। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক কুক। পাকিস্তানের পক্ষে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেয়া শোয়েব মালিক ৩টি, ইয়াসির শাহ ৪টি, জুলফিকার বাবর ২টি এবং রাহাত আলী ১টি উইকেট লাভ করেন।

শেষ টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ। খেলতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৩৪ রান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ৩০৬ রান। ফলে ৭২ রানের লিড পায় ইংলিশরা। ৭২ রানে পিছিয়ে থেকেও হাফিজের দুর্দান্ত শতকে ৩৫৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রানের। তবে সেই রান টপকাতে ব্যর্থ হয় কুক বাহিনী। এতে ১২৭ রানের ব্যবধানে পরাজয় বরণ করতে হয় ইংল্যান্ডকে।

Leave a Reply