ইংল্যান্ডের এক অসাধারণ জয়

19/03/2016 10:09 amViews: 5
 
ইংল্যান্ডের এক অসাধারণ জয়
জো রুটের ‘দস্যি’ ব্যাটিংয়ে ইংল্যান্ড টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে দুই উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য এটিই সবচেয়ে বড় সংগ্রহ তাড়া করে পাওয়া জয়।
মুম্বাইয়ে ২৩০ রান তাড়া করতে গিয়ে রুট ৪৪ বলে ৮৩ ও জ্যাসন রয় ১৬ বলে ৪৩ রান করে দলকে জেতান। এ জয়ে বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকলো ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এর আগে হাশিম আমলা (৩১ বলে ৫৮), কুইনটন ডি কক (২৪ বলে ৫২) ও জেপি ডুমিনির (২৮ বলে ৫৪*) ব্যাটিংয়ে ছয় উইকেটে ২২৯ রান তুলেছিল। কিন্তু ‘

Leave a Reply