ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট স্থগিত

17/09/2015 7:12 pmViews: 4
ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট স্থগিত

 

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেন আদালত। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুইজন অভিভাবকের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

বুধবার সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকদ্বয় রিটটি দায়ের করেন।

রিটে বিবাদী করা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন এম মনজুর আলম।

শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, শিক্ষার ওপর কেউই এখন ভ্যাট দেয় না। তাহলে ইংরেজি মাধ্যমের (ইংলিশ মিডিয়াম) শিক্ষার্থীরা কেন দেবে? আদালত শুনানি নিয়ে সাড়ে ৭ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে রুল জারি করেন। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এদিকে টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে ১১/এ নম্বর সড়কে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করেন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল,সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন। তারা ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

Leave a Reply