ইঁদুরের আক্রমণে ৭২৩ কোটি টাকার ফসল নষ্ট: কৃষিমন্ত্রী

21/06/2015 6:50 pmViews: 7
ইঁদুরের আক্রমণে ৭২৩ কোটি টাকার ফসল নষ্ট: কৃষিমন্ত্রী

 ২১ জুন, ২০১৫

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থ বছরে ইঁদুরের আক্রমণে সারা দেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসল নষ্ট হয়েছে।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রোববার সকালে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। আর এসবের বাজার মূল্য ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকা।

Leave a Reply