আ.লীগ ভাঙ্গা গড়ার রাজনীতি করে না : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হনিফ বলেছেন, আওয়ামী লীগ কখনও ভাঙ্গাগড়ার রাজনীতিতে বিশ্বাস করে না। অন্য কোনো দলকেও ভাঙতে চায় না
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগ কেন্দ্রীয় কার্যালয়ের বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত মূদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি কখনও মুক্তিযোদ্ধার দল ছিল না। জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না বলেই মুক্তিযোদ্ধা বিরোধী রাজাকার শাহ্ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। রাজাকারদের পুনর্বাসন করেছিলেন জিয়া।তার স্ত্রী খালেদা জিয়া মতিউর রহমানকে কৃষিমন্ত্রী আর মুজাহিদকে সমাজকল্যাণ মন্ত্রী বনিয়েছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধৃর আত্মস্বীকৃত খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করেছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত এই দেশকে যেভাবে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল। সেই ষড়যন্ত্র এখনও চলছে। একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত, যাদের বিএনপি উত্থান ঘটিয়েছিল।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দি, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।