আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

10/11/2013 11:33 amViews: 13

al-flag_19185সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলীয় প্রার্থী বাছায়ের লক্ষ্যে

মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু করেছে আওয়ামী লীগ।

রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন এজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম বিতরণ শুরু উপলক্ষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ জানান, ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থেকে নির্ধারিত মূল্য ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

তবে প্রয়োজনে পরবর্তীতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানান সৈয়দ আশরাফ।

তিনি আরো জানান, মনোনয়ন ফরম বিতরণ ও জমা নিতে দলীয় কার্যালয়ে সাতটি বিভাগের জন্য পৃথক বুথ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিজ নিজ বিভাগীয় বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা জমা দিতে পারবেন।

দলের কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও নগর নেতারা আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবেন এবং জমা নেবেন।

Leave a Reply