আ.লীগের নির্বাচনী প্রচারে থ্রিজি
স্টাফ রিপোর্টার:নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণার থ্রিজি প্রযুক্তিকে কাজে লাগাবে আওয়ামী লীগ। জামায়াত-শিবিরের অপপ্রচার রোধ ও মহাজোট সরকারের সফলতা তুলে ধরতে ডিজিটাল প্রচার পদ্ধতির সর্বাধিক ব্যবহারের কথা ভাবছে আ.লীগ।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার কমিটির এক বৈঠকে এ বিষয়ে আলাপ-আলোচনা হয়।
বৈঠক সূতে জানা গেছে, আগামীতে প্রচার-প্রচারণার ফেসবুক, ব্লগসহ সামাজিক মাধ্যমের পাশাপাশি থ্রিজি প্রযুক্তি ব্যবহার করা হবে। বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার সাঁটানো ছাড়াও টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে।
আওয়ামী লীগের প্রচার কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববি,সফটওয়্যার বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সংসদ সদস্য রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, দলের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও শেকর দত্ত।
রেদোয়ান সিদ্দিক ববি জানান, দেশের ৩৫ শতাংশ লোক এখনও টেলিভিশন, অনলাইন, রেডিও ও সংবাদের বাইরে। তাদেরকে কিভাবে সরকারের সফলতা সম্পর্কে জানানো যায় তা নিয়ে ভাবতে হবে।
কিছু আগে রাজধানী ঢাকা ছেয়ে গিয়েছিল আওয়ামী লীগের সফলতার বিজ্ঞাপনের বিলবোর্ডে। ঢাকার পর চট্টগ্রামে বিলবোর্ড লাগানো হয়। রাজশাহীসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে এখন ছড়িয়ে গেছে দলটির উন্নয়ন বিজ্ঞাপনী বিলবোর্ড।
মুঠোফোনে এসএমএসের (ক্ষুদে বার্তা) মাধ্যমেও দলটি প্রচার-প্রচারণা শুরু করেছে অনেক আগেই। বিলফোর্ডের পরে ফেসবুকেও চলছে দলের নেতাকর্মীদের প্রচার-প্রচারণা। শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ও ফেসবুকে এখন থেকেই প্রচার চালাচ্ছেন। সম্প্রতি তিনি টুইটার অ্যাকাউন্টও খুলেছেন।