আয়-ব্যয়ের হিসাব দিতে ইসিতে যাচ্ছে বিএনপি:রুহুল কবির রিজভী
নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। রবিবার দুপুর ১টায় দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসিতে যাবে বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। জানতে চাইলে রুহুল কবির রিজভী মানবজমিনকে বলেন, শুধু আয়-ব্যয়ের হিসাব দিতে আজ দুপুরে নির্বাচন কমিশনে যাচ্ছি।