আয়েশা
‘আমাদের প্রথম দেখা হয়েছিল শুটিং সেটে। আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, সেটাও শুটিং সেটে। তাই বিবাহবার্ষিকী উদ্যাপনের জন্য সেই শুটিং সেটের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আজ ১৬ জুলাই মোস্তফা সরয়ার ফারুকী আর তিশার অষ্টম বিবাহবার্ষিকী। জানা গেছে, আজ সোমবার তাঁরা একটি টেলিছবির শুটিং করছেন। নাম ‘আয়েশা’। ১১ বছর পর আবার টেলিভিশনের জন্য টেলিছবি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। প্রচারিত হবে আগামী ঈদে। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিছবিটি।
রাজধানীর তেজগাঁওয়ে নাবিস্কোতে আজ সকাল থেকে শুটিং হচ্ছে। এখানে অংশ নিচ্ছেন চঞ্চল চৌধুরী আর তিশা। আজ দুপুরে মোস্তফা সরয়ার ফারুকী প্রথম আলোকে জানালেন, আট বছর আগে কালীগঞ্জে ‘নিখোঁজ সংবাদ’ নাটকের সেটে তিশাকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেদিনও তিশার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। আজও তিনি এই দুজন শিল্পীকে নিয়েই আবার কাজ করছেন। আর মোস্তফা সরয়ার ফারুকী আর তিশার প্রথম দেখা ও পরিচয় হয়েছিল ‘পারাপার’ নাটকে।
আজকের বিশেষ দিনটি কীভাবে উদ্যাপন করছেন? মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘কাজের মধ্যেই উদ্যাপন করছি।’ আর তিশা বললেন, ‘আমাদের দুজনের শুটিংয়ে প্রথম দেখা, শুটিংয়ে পরিচয়, শুটিংয়ে প্রেম, শুটিংয়ের পর বিয়ে। এরপরও আমরা শুটিং নিয়েই আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এর আগে ‘আয়েশা’ টেলিছবি নিয়ে প্রথম আলোকে মোস্তফা সরয়ার ফারুকী বলেছিলেন, ‘আমার সিনেমা বা টেলিভিশন প্রযোজনাগুলো যদি খেয়াল করেন, তাহলে দেখবেন, বেশির ভাগ ক্ষেত্রে আমার পক্ষপাতিত্ব সর্বহারার প্রতি, পরাজিত অথবা পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষের প্রতি। বিজয়ীর প্রতি আমি কোনো টান বোধ করি না। “আয়েশামঙ্গল”-এ একজন নারীর কাছ থেকে হুট করেই গায়েব করে দেওয়া হয় তার স্বামীকে। এরপর তাকে রাষ্ট্রের মতো বিশাল একটি শক্তির মুখোমুখি দাঁড়াতে হয়। আর রাষ্ট্রের মুখোমুখি যখন আপনাকে দাঁড়াতে হয়, তখন তো আপনাকে পরাজয়ের মুখোমুখিই দাঁড়াতে হয়। আমি দেখতে চাই, সেখান থেকে একজন একা মানুষ কীভাবে ভীষণ শক্তিশালী হয়ে ওঠেন, কীভাবে ঘুরে দাঁড়ান।’
তিনি আরও বলেছিলেন, ‘প্রিয়জন হারিয়ে ফেলার এই বেদনা তো এই সময়েও প্রাসঙ্গিক। কদিন আগে কাউন্সিলর একরামকে যে তাঁর প্রিয়জনেরা হারিয়ে ফেললেন, তার বেদনা আর আমাদের গল্পের আয়েশার বেদনা তো একই। ঘটনাচক্রে একরাম সাহেবের স্ত্রীর নামও আয়েশা।’
আজ শুটিংয়ের ফাঁকে প্রথম আলোকে চঞ্চল চৌধুরী জানান, ‘আয়েশা’ টেলিছবিতে তিনি আয়েশার স্বামী জয়নাল। জনপ্রিয় এই উপন্যাসের সঙ্গে টেলিছবির পুরোপুরি মিল রয়েছে। আরও জানালেন, আজকের পর ১৮ জুলাই থেকে নোয়াখালীর মানিকপুরে এবং এরপর ৫ আগস্ট থেকে ঢাকায় ‘আয়েশা’র শুটিং হবে।