আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ল

30/09/2013 6:55 pmViews: 19

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে আগামী ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন ব্যক্তি শ্রেণীর কর দাতারা। সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআরের আয়কর বিভাগের সদস্য সৈয়দ মোঃ আমিনুল করিম। এর আগে সময় বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়। সোমবার সময় বাড়ানো সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করে এনবিআরের চেয়ারম্যানের স্বাক্ষর সংবলিত নথিপত্র অর্থমন্ত্রণালয়ে পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড।
এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে ই-টিআইএন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার ই-টিআইএন গ্রহণে ভোগান্তি এবং কর অঞ্চল ও সার্কেল পরিবর্তনের কারণে কর দাতাদের কিছুটা ঝামেলায় পড়তে হয়েছে। তাছাড়া অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।

Leave a Reply