ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কড়া তোপের মধ্যেও দিল্লির বিধানসভায় আস্থা ভোটে জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টির (আপ ) সরকার।
বুধবার বিকালে অনুষ্ঠিত এ ভোটে আপের পক্ষে পড়ে ৩৭ ভোট। বিপক্ষে পড়ে ৩২ ভোট। তবে আপ নিজেদের ২৮ ও কংগ্রেসের আট ভোটে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করেছে বলে জানা গেছে।
আপ সরকার মানুষের স্বার্থে কাজ করে গেলে কংগ্রেস পাশে থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি। তবে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সমর্থন নেয়ায় আপ দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হর্ষবর্ধন।
বুধবার সকাল থেকেই ভারতে সবার নজর ছিল দিল্লি বিধানসভার দিকে। এদিনই যে অগ্নিপরীক্ষা ছিল অরবিন্দ কেজরিওয়ালের। অধিবেশন শুরু হতেই টানটান উত্তেজনা। বেলা ২টা থেকেই শুরু হয় আস্থা ভোট বিতর্ক।
প্রথমেই বক্তব্য রাখেন আপ বিধায়ক মণীশ সিসোদিয়া। আপকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক হর্ষবর্ধন।
কংগ্রেসের বিরোধিতা করে ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ক্ষমতায় এসেছে আপ। সরকার গড়তে গিয়ে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের হাত ধরেছেন কেজরিওয়াল। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে কড়া সমালোচনা করা হয়েছে।