আসিফ-শিলার ঘরে নতুন অতিথি
আসিফ-শিলার ঘরে নতুন অতিথি
০৯ মে ২০১৫,শনিবার, ১৩:৫৪
কন্যা সন্তানের বাবা হলেন আসিফ নজরুল। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে বৃহস্পতিবার আসিফের স্ত্রী অভিনেত্রী ও হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ কন্যা সন্তানের জন্ম দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মা-মেয়ে সুস্থ আছেন। এ দিকে শিলার স্বামী শিক্ষক ও লেখক-বুদ্ধিজীবী ড. আসিফ নজরুল নবজাতকের সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছেন। সেখানে তিনি সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দেন ও সবার কাছে দোয়া চেয়েছেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর আসিফ নজরুল তার ফেইসবুক বার্তায় শিলাকে বিয়ের কথা জানান। এর আগে অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে ছাড়াছাড়ির পর শিলার সঙ্গে ঘর বাধেন আসিফ। আসিফের আগের সংসারে ছয় বছরের একটি সন্তান রয়েছে। অন্যদিকে শিলা আহমেদও অন্য আরেকজনকে বিয়ে করেছিলেন। ওই সংসারে চার ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।