আসছে আরেকটি নতুন রূপরেখা
ঢাকা: বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে পাঁচ দলের যৌথ প্রস্তাবনা ঘোষণা উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ, গণফোরাম, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জেএসডি এবং নাগরিক ঐক্যের যৌথ উদ্যোগে এক সংবাদ সম্মেলন করতে যাচ্ছে।
বুধবার, বিকেল ৪টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের মেঘনা হলে (দ্বিতীয়তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখবেন।
বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এদিকে সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে নতুন রূপরেখা দেয়া হতে পারে বলে জানা যায়