‘আশিকী থ্রি’
‘আশিকী থ্রি’ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে কে থাকছেন নায়িকা? প্রশ্নটি এখন সবার। প্রথমে নাম উঠেছিল কঙ্গনা রানাউতের। নির্মাতা প্রযোজকের পছন্দ হলেও হৃতিকের সঙ্গে প্রেম ভাঙনের রেষারেষির কারণে তাকে নেয়া হয়নি। এরপর সোনম কাপুর ছবিটিতে অভিনয় করছেন বলেও শোনা গেছে। কিন্তু চূড়ান্ত হয়নি। এবার নতুন নাম আলিয়া ভাট। চারদিকে এই ধ্বনিই বাজছে। প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন হৃতিক-আলিয়া। এমনকি বলিউডবোদ্ধাদের মাঝে এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কিন্তু হৃতিকের বিপরীতে আলিয়ার অভিনয় করার খবরটিও গুজব। আর সেটা পরিষ্কার করলেন আলিয়া নিজেই। এ ছবিতে কাজ করার ব্যাপারে কোনো প্রস্তাব পাননি বলেও দাবি করেন মহেশ ভাট কন্যা। এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, আমি কোনো ছবিতে অভিনয় করতে হলে আমাকে তো প্রস্তাব পেতে হবে। সেটাই তো পেলাম না। আশিকী থ্রি-তে আমার কাজ করার খবরটি গুজব। আমাকে এখনও কেউ অফার করেননি। এদিকে স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এ নায়িকার নতুন ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিটি মুক্তি পেয়েছে আজ। শকুন বাত্রা পরিচালিত এ ছবিতে তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও ফওয়াদ খান।