আশরাফের আল্টিমেটামের জবাব কাল : বিএনপি

21/01/2014 8:08 pmViews: 5
আশরাফের আল্টিমেটামের জবাব কাল : বিএনপি
ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের জবাব আগামীকাল বুধবার দেয়া হবে বলে জানিয়েছে বিএনপি।মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায়  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের মুখপাত্র ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক  আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে’ সরকারি দলের পক্ষে সৈয়দ আশরাফুল গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, বিএনপির পক্ষ থেকে আগামীকাল বেলা ১১ টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিক্রিয়া জানাবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ, আজ মঙ্গলবার বিকাল চারটায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সশস্ত্র বাহিনীকে নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবারের দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম’ দেন সৈয়দ আশরাফ। একই সঙ্গে বেগম জিয়ার বক্তব্যেরও সামালোচনা করেন তিনি।

Leave a Reply