আল জাজিরার তিন সাংবাদিকের কারাদন্ড
আল জাজিরার তিন সাংবাদিকের কারাদন্ড
রায় ঘোষণাকালে কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তের অনুপস্থিতিতেই তার বিচারকাজ চলে। কারণ চলতি বছরের প্রথমদিকে তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানো হয়।