আল জাজিরার তিন সাংবাদিকের কারাদন্ড

29/08/2015 4:34 pmViews: 10

আল জাজিরার তিন সাংবাদিকের কারাদন্ড

মিসরের একটি আদালত আল জাজিরা টেলিভিশনের তিন সাংবাদিককে তিন বছরের কারাদন্ড দিয়েছে। এসব সাংবাদিককে মুক্তি দেয়ার জন্য বিশ্বব্যাপী আহ্বান সত্ত্বেও শনিবার এ দন্ড দেয়া হলো।
রায় ঘোষণাকালে কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তের অনুপস্থিতিতেই তার বিচারকাজ চলে। কারণ চলতি বছরের প্রথমদিকে তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানো হয়।

Leave a Reply