আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধের দাবি জানালো আরব লিগ

22/04/2022 10:15 pmViews: 7

আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধের দাবি জানালো আরব লিগ

অবশেষে নীরবতা ভাঙলো আরব লিগ। আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই সংস্থাটি। এছাড়া ইসরাইলকে সাবধান করে তারা জানিয়েছে, এ ধরণের আচরণ মুসলিমদের অনুভূতিতে ব্যাপক আঘাত দেয় এবং এর ফলে সংঘাত আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পরই আল-আকসা এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে প্রথমে চুপ থাকলেও বৃহস্পতিবার ইসরাইলের আচরণের নিন্দা জানায় আরব লিগ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইসরাইল মুসলিমদের অধিকার হরণ করে জেরুজালেমের পুরোনো শহরে তাদেরকে প্রার্থণা করতে দিচ্ছে না। অপরদিকে তারা উগ্র জাতীয়তাবাদী ইহুদিদের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে প্রার্থণার সুযোগ করে দিচ্ছে।
জর্ডানের রাজধানী আম্মানে আরব লিগের এক জরুরি বৈঠক থেকে ইসরাইলি আচরণের নিন্দা জানানো হয়।

বৈঠক শেষে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সাংবাদিকদের বলেন, আমাদের দাবি স্পষ্ট। আল-আকসা এবং হারাম আল-শরিফ মুসলিমদের প্রার্থণার স্থান। ওই বৈঠকে ইসরাইলের নীতিকে অবৈধ বলেও আখ্যায়িত করেন প্রতিনিধিরা। আরব লিগের প্রধান আহমেদ আবুল ঘেইট বলেন, আল-আকসা এলাকা পরিদর্শণে অমুসলিমদের জন্য শত শত বছর ধরে যে নীতি রয়েছে তা লঙ্ঘন করছে ইসরাইল। তারা সেখানে পরিদর্শণ করতে পারবে কিন্তু প্রার্থণা করতে পারবে না।
সম্প্রতি ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদে কথিত দাঙ্গাবিরোধী অভিযান চালায়। এ নিয়ে আবারও এই এলাকায় নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই অভিযানে ১৫০ ফিলিস্তিনি আহত হন এবং আরও কয়েকশ’কে গ্রেপ্তার করা হয়। এর জবাবে গাজা থেকে ইসরাইলে রকেট ছোঁড়ে হামাস। ইসরাইলও পাল্টা জবাব দিয়ে হামাসের অবস্থানে বিমান হামলা চালায়। এ অঞ্চলে উত্তেজনা কমাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে কথা বলেছেন সাফাদি। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি দেখা করে উত্তেজনা হ্রাসে ব্যবস্থা গ্রহণের ওপরে জোর দিয়েছেন। তিনি জানান, ইসরাইল ইহুদিদের আল-আকসা এলাকায় প্রার্থণা বন্ধ করবে বলে আশ্বাস দিয়েছে।

Leave a Reply