আলোচনার মাধ্যমে সমঝোতা চেয়েছিলাম: প্রধানমন্ত্রী

30/10/2013 6:11 pmViews: 11

PM---Election--Hasinaপ্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আলোচনার মাধ্যমে সমঝোতা চেয়েছিলাম। কিন্তু বিরোধীদলীয় নেতা একের পর এক ইস্যু তৈরি করছেন।

বুধবার গণভবেন ঢাকা ও পার্শ্ববর্তী জেলার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দুঃখের বিষয় হলো, আমি বিরোধী দলীয় নেত্রীকে অনুরোধ করলাম। তিনি হরতাল প্রত্যাহার করলেন না। আমার কথা মানলেন না। শুনলেন না। এতগুলো জীবন নিয়ে তিনি কি অর্জন করলেন?

ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ফোনালাপে খালেদা জিয়া অনেক কথা বলেছেন। আমি শুধু জনগণের কথা ভেবে সমঝোতা চেয়েছি। উনি অনেক অবান্তর কথা বলেছেন। আমার ঝগড়া করার ইচ্ছা ছিল না। আমি জনগণের কল্যাণ, শান্তির কথা ভেবে ধৈর্য্য ধরেছি।

হরতালে খালেদা জিয়া কী পেলেন এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ৩ দিনের হরতাল দিয়ে মানুষের জীবন নেওয়ার কী দরকার ছিল। এতো মানুষের রক্ত নিয়ে অনেক মানুষ পঙ্গু করে খালেদা জিয়া কী অর্জন করলেন এটাই আমার প্রশ্ন।

যুদ্ধাপরাধীদের রক্ষা করা বিরোধী দলের আন্দোলনের অন্যতম কারণ- এমন মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিচার শুরু হয়েছে। সে বিচার করবই। বাংলার মানুষকে অভিশাপ থেকে রক্ষা করব।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে জয়ী হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেক দুঃখের মধ্যেও সুখের খবর আসে।

Leave a Reply