আলীমের সর্বোচ্চ শাস্তি দাবিতে জেগেছে শাহবাগ

08/10/2013 6:44 pmViews: 11

imran1.thumbnailস্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবদুল আলীমের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবারও জেগেছে শাহবাগ। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা প্রজন্ম চত্বরে অবস্থান নেন। তাঁদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী/পেশার মানুষ। সেøাগানে সেøাগানে মুখরিত হয় পুরো এলাকা। সবার দাবি একটাই ’৭১-এর ঘাতক আলীমের ফাঁসি চাই। এদিকে আজ সকাল থেকে রায় হওয়া পর্যন্ত প্রজন্ম চত্বরে অবস্থান করবেন প্রজন্ম সেনারা। বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা হবে আজ। ‘মুক্তিযুদ্ধে তরুণদের হত্যায় আলীম সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া একাত্তরে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত বছরের ১১ জুন ৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এর মধ্যে তিনটি গণহত্যা, একটি আটক, একটি দেশত্যাগে বাধ্য করা এবং ১২টি হত্যার অভিযোগ রয়েছে। ১৫টি হত্যা ও গণহত্যার ঘটনায় মোট ৪০৬ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আলীম যাঁদের হত্যা করেছে তাঁদের বেশিরভাগই ছিলেন হিন্দু সম্প্রদায়ের। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি হবে অষ্টম রায়। আলীম হচ্ছেন বিএনপির দ্বিতীয় নেতা, যাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় হবে। এর আগে সর্বশেষ ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ- দেয়া হয়।
গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী সন্ধ্যায় শাহবাগে তাঁরা অবস্থান নিয়েছেন। প্রতিটি রায়ের আগের দিন ও রায়ের দিন তাঁদের অবস্থান অব্যাহত থাকবে। তাঁদের প্রত্যাশ্যাÑ ঘাতক আলীমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- হবে। কারণ দেশের মানুষ সে অপেক্ষায় অপেক্ষমাণ।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানিয়েছেন, কুখ্যাত রাজাকার আবদুল আলীমের মানবতাবিরোধী ‘আন্তর্জাতিক অপরাধের’ বিচারের রায় আগামীকাল প্রদান করবে ট্রাইব্যুনাল। তাই গণজাগরণ মঞ্চ আজ সন্ধ্যা ছয়টা অবস্থান শুরু করেছে প্রজন্ম চত্বরে।

Leave a Reply