আ’লীগ নেতার গণসংযোগ নেতা-কর্মীদের প্রাণচাঞ্চল্য

26/10/2013 12:59 pmViews: 9

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যসহ হরতালকে প্রতিহত করার লক্ষ্যে শনিবার দিনভর প্রবল বর্ষণকে উপেক্ষা করে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম ফারুক। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক গণসংযোগে মাঠে নামায় দু’উপজেলার আওয়ামী লীগ সমর্থিত মহাজোটের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘদিন পর ঝিমিয়ে পরা নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে গোলাম ফারুকের নেতৃত্বে হরতাল প্রতিহতসহ সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। দিনভর ব্যাপক গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহসভাপতি এ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, দপ্তর সম্পাদক আশরাফুল হাসান সুমন, পৌর আ’লীগের আহবায়ক সুব্রত লাল কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মাষ্টার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা জাহিদুল হক জিয়া, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল প্রমূখ।

Leave a Reply