আলিমের পর এবার ভারত ছাড়ছেন শোয়েব-ওয়াসিম
শিবসেনাদের তাণ্ডবের মুখে এবার ভারত ছাড়ছেন পাকিস্তানের দুই সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার। এই দুই ফাস্ট বোলার বর্তমানে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ভারতে অবস্থান করছেন।
তারা দুজনেই স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে ভারতে রয়েছেন। এর আগে শিবসেনাদের হুমকিতে পাকিস্তানের আম্পায়ার আলিম দারকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।
এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মুম্বাইতে পঞ্চম ওয়ানডে ম্যাচের আগেই ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতার দেশে ফিরে যাবেন। তবে, তার আগে চেন্নাইতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে তারা দু’জন ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছেন ওয়াসিমের ম্যানেজার আরসালান হায়দার।
গতকাল সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের আমন্ত্রণে ভারতে যান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান, সিইও নাজম শেঠি এবং চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ। এদিন বিসিসিআই কার্যালয়ে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু হঠাৎই শিবসেনার আক্রমণে সব ভণ্ডুল হয়ে যায়। উগ্রবাদী সংগঠনটির সন্ত্রাসীরা সরাসরি বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের কার্যালয়ে প্রবেশ করে। তাদের তাণ্ডবে বিসিসিআই-পিসিবি নির্ধারিত আলোচনা পণ্ড হয়ে যায়। তবে এ বৈঠক আগামীকাল বুধবার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে।
এদিকে শিবসেনার হামলার ঘটনার পর দ্রুতই নিরাপত্তাশঙ্কায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করা পাকিস্তানি আলিম দারকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির সিদ্ধান্তের পর স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ওয়াসিম আকরাম এবং শোয়েব আখতারও ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।