আরো পাঁচ বীমা কোম্পানির অনুমোদন
নিউজ7 ডটকম, ঢাকা : নতুন করে আরও পাঁচ জীবন বীমা কোম্পানির অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) সমন্বয় কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে আইডিআরএ‘র সদস্য মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ জুলাই ১১টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হয়। এ নিয়ে বর্তমান সরকালের আমলে দুই দফায় মোট ১৬টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হলো। যার মধ্যে ১৪টি জীবন বীমা এবং ২টি সাধারণ বীমা কোম্পানি।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতির আকার অনুযায়ি নতুন করে কোনো বীমা কোম্পানির প্রয়োজন ছিল না। স্বয়ং আইডিআরএ এর আগে অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছিল, আইডিআরএ নতুন বীমার অনুমোদন দেয়ার বিপক্ষে। তারপরেও এ সরকারের আমলে দু’ দফায় ১৬ বীমা কোম্পানির অনুমোদন দেয়া হল।
অনুমোদন পাওয়া ৫ বীমা কোম্পানির হলো, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ও যমুনা লাইফ ইন্স্যুরেন্স।
উল্লেখ্য, বেসরকারি খাতে প্রথম বীমা কোম্পানির অনুমোদন দেয় এরশাদ সরকার। অর্থাৎ ১৯৮৫ থেকে ৯০ সাল পর্যন্ত কয়েক দফায় ১৯টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে খালেদা জিয়ার প্রথম দফা বিএনপি সরকারের শেষ সময়ে ১৯৯৬ সালে ১০ বীমা কোম্পানির অনুমোদন দেয়া হয়।
পরে শেখ হাসিনা সরকারের আমলে ২০০০ সালে রেকর্ড সংখ্যক ৩০টি বীমা কোম্পানির অনুমোদন দেয়া হয়। বর্তমানে বেসরকারি খাতে মোট ৭৫টি বীমা কোম্পানি রয়েছে। এছাড়াও দেশে একটি বিদেশি কোম্পানি মেটলাইফ এলিকো এবং জীবন বীমা কর্পোরেশন ও সাধারণ বীমা কর্পোরেশন নামে দুইটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে।