আরেকবার ক্ষমতায় এলে বিএনপি গোটা দেশ গিলে খাবে: কাদের

25/11/2022 11:53 amViews: 3

আরেকবার ক্ষমতায় এলে বিএনপি গোটা দেশ গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি বিশ্বাস ঘাতকের দল মন্তব্য করে কাদের বলেন, ঢাকা শহরে বড় বড় লোকেরা বাড়ির সামনে কুকুর রাখে। লিখে রাখে কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। ক্ষমতায় যখন ছিল তখন বিদ্যুৎ, রিজার্ভ, গণতন্ত্র গিলেছে। ভোট চুরি করেছে। ক্ষমতায় যখন ছিল এই বিএনপি হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধুলায় লুণ্ঠিত করেছে। স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছে। যদি আরেকবার ক্ষমতায় আসতে পারে গোটা দেশ গিলে খাবে বিএনপি।

Leave a Reply