আরাকান আর্মি-বিজিবি গোলাগুলি: নায়েক জাকির গুলিবিদ্ধ
জেলার বড় মদকে মিয়ানমারের বিচ্ছন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিজিবি সদস্য নায়েক জাকির গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে থানচি উপজেলার বড় মদক এলাকায় বিজিবি ক্যাম্পে হামলা চালায় আরাকান আমি। এ ঘটনায় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টারে করে সেনাসদস্য পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে গুলিবিদ্ধ নায়েক জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
থানচি উপজেলা চেয়ারম্যান ক্যা হ্লা চিং মারমা ও সদর ইউপি চেয়ারম্যান মাংসার হেডম্যান জানান, গত সপ্তাহে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান বাহিনীরা সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য বান্দরবান থেকে ১০/১৫টি ঘোড়া বড় মদক নেয়ার সময় তিন্দু বিজিবি ক্যাম্পের সদস্য আটক করে। ঘোড়া আটকের ঘটনার জের ধরে বুধবার সকালে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী এএলপি ও আরকান আর্মির সদস্যরা সংঘবদ্ধ হয়ে বড় মদক বিজিবি ক্যাম্পে ঘেরাও করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিজিবির সদস্যরা আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায়। এতে বিজিবি সদস্য নায়েক জাকির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।