আরাকান আর্মির শীর্ষ নেতা ৫ দিনের রিমান্ডে

14/10/2015 8:36 pmViews: 9
আরাকান আর্মির শীর্ষ নেতা ৫ দিনের রিমান্ডে

 

রাঙ্গামাটি থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ে ওরফে রেনেজু মারমাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকালে রাঙ্গামাটি জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার আদর্শ নতুনপাড়া থেকে রেনিন সোয়েকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৪১ হাজার ভারতীয় রুপি, ন্যাদারল্যান্ড পাসপোর্ট, একটি ল্যাপটপ এবং তার ব্যবহার করা মোবাইল ফোনের সেট ও ব্যাগে রাখা আরাকান আর্মির পোশাক উদ্ধার করা হয়েছে।

বিকালে রাজস্থলী থানা পুলিশ তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে রাজস্থলীর ইসলামপুর আদর্শ নতুনপাড়া এলাকা থেকে আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়েকে যৌথবাহিনী গ্রেফতার করেছে। বিজিবির মেজর শাব্বির আহমেদ, মেজর কামাল পাশা ও রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্ল্যাহ সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেফতারের পর তাকে রাজস্থলী থানা পুলিশে হস্তান্তর করেছে যৌথবাহিনী। ওই সময় তার কাছ থেকে উদ্ধার করা ভারতীয় রুপি, ন্যাদারল্যান্ডের পাসপোর্ট, ল্যাপটপ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগ ও আরাকান আর্মির পোশাক জব্দ করে পুলিশ।

রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদ উল্ল্যাহ সরকার বলেন, আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়েকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে তৎপরতা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে ধরতে মঙ্গলবার রাতে অভিযানে নামে যৌথবাহিনীর একটি দল। অভিযানে রাজস্থলীর ইসলামপুরের আদর্শ নতুনপাড়ায় একটি নির্মাণাধীন মসজিদ সংলগ্ন থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয় যৌথবাহিনী।

এদিকে গ্রেফতারের পর আরাকান আর্মির এই শীর্ষ নেতা চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রেনিন সোয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, ঘটনার পর এতদিন ভারতের দিল্লীতে ছিলেন তিনি। সেখান থেকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখতেন।  অহিদ উল্ল্যাহ সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেনিন সোয়ে পুলিশকে জানায় ঘটনার পর এতদিন ভারতের দিল্লীতে অবস্থান করছিল সে। সেখান থেকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর রাখত। ২ অক্টোবর বাংলাদেশে প্রবেশ করে সে। এরপর ১৩ অক্টোবর ভোরে রাজস্থলী যায়।

রাজস্থলী থানার ওসি জানান, রেনিন সোয়ে নিজেকে আরাকান আর্মির সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে আরাকান আর্মির গোয়েন্দা শাখার শীর্ষ নেতা বলেও পুলিশকে জানায় রেনিন সোয়ে। বাংলাদেশে তাদের তৎপরতা থাকার বিষয়টিও স্বীকার করে সে।

উল্লেখ্য, ২৬ আগষ্ট বান্দরবানের থানচির বড় মদকে বিজিবির একটি টহল দলের ওপর গুলিবর্ষণ করে হামলা চালায় আরাকান আর্মি। ঘটনার রাতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজগেট পাড়ায় ওই গ্রুপের শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ের সুরম্য বাড়িটি আবিস্কার করে যৌথবাহিনী। ওই রাতে বাড়িটি ঘিরে অভিযান চালায় যৌথবাহিনী।

অভিযানে ওই সুরম্য বাড়ি থেকে তিনটি ঘোড়া, তিনটি মোটরসাইকেল, তিনটি ল্যাপটপ, ২টি ডিজিটাল ক্যামেরা ও আরাকান আর্মির পোশাকসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধারসহ অংনু ইয়ং রাখাইন নামে ডা. রেনিন সোয়ের সহযোগী আরাকান আর্মির আরেক সদস্যকে আটক করা হয়।

একদিন পর ২৮ আগষ্ট বাড়ির দুই কেয়ারটেকার মংশৈ অং মারমা ও জসি অং মারমা নামে রেনিন সোয়ের আরও দুই সহযোগীকে আটক করে পুলিশ। বর্তমানে আটক ওই তিনব্যক্তি রাঙ্গামাটি কারাগারে জেলহাজতে রয়েছেন। ওই ঘটনায় রাজস্থলী থানায় পৃথক দুইটি মামলা করে পুলিশ।

Leave a Reply