আম আদমি পার্টি’র সদর দফতরে হামলা, ভাঙচুর
নয়া দিল্লি: ভারতের রাজধানী নয়া দিল্লির কৌশাম্বি এলাকায় আম আদমি পার্টির(আপ) সদর দফতরে ব্যাপক হামলা চালানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বুধবার প্রায় ৫০ থেকে ৬০ জন দলটির অফিস লক্ষ্য করে এলোপাথারি ইট পাথর ছোঁড়ে।
হামলার কারণ জানা না গেলেও কাশ্মির প্রসঙ্গে প্রশান্ত ভূষণের মন্তব্যের জেরেই এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেয়। আপের সদর দফতরে হামলার জেরে দিল্লি সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কেজরিওয়ালের কৌশম্বির বাড়ির অদূরে আম আদমি পার্টির অফিসে এই হামলার হয় স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ। এক আপ কর্মী বলেন, “ওরা আমাদের ইট ছোঁড়ে, লাঠি নিয়ে হামলা করে।”
পুলিশ সূত্র জানায়, হামলার সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর জড়িত থাকার অভিযোগ উঠেছে।
এরআগে আপ নেতা প্রশান্ত ভূষন জানান, কাশ্মীর ভারতের অখন্ড অংশ এবং সেখানে সেনা মোতায়েন হবে কি না সেই সিদ্ধান্ত নেয়ার জন্য গণভোটের প্রয়োজন নেই।
তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে ভারতের হিন্দুত্ববাদী দলগুলো।
এদিকে হামলার পর দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, হামলার মাধ্যমে সমস্যা বা বিতর্কের অবসান হবে না। তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। হামলা সত্ত্বেও আমরা কোনো ধরনের সরকারি নিরাপত্তা গ্রহণ করবো না।” সূত্র: জিনিউজ।