আমের জুসপ্যাকে মৃত সাপ!
ভারতের নামকরা ব্র্যান্ডের আমের জুসপ্যাকে একটি মৃত সাপ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কেরালা রাজ্যের পুলিশ জানিয়েছে, থিরুভাননথাপুরামের একটি গ্রামের এক শিশুর জুস পানের সময় ওই মৃত সাপটি পাওয়া গেছে বলে তারা অভিযোগ পেয়েছেন।
পুলিশ জানায়, একটি দোকান থেকে সজিব নামের এক ব্যক্তি তার আড়াই বছরের মেয়ের জন্য একটি আমের জুসপ্যাক আনেন।
সজিবের দায়ের করা অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, প্যাকেটের প্রায় সবটুকু জুস পান করে ফেলে তার মেয়ে। কিন্তু শেষের দিকে প্যাকেটে কিছু একটা শক্ত শক্ত লাগে তার কাছে। সজিবের মেয়ে বিষয়টি তার দাদির কাছে জানায়। দাদি প্যাকেটটি ছিঁড়ে ফেললে মৃত এক সাপ পাওয়া যায়।
সজিবের দাবি, এতে তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানিয়েছে, সজিবের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
জুসপ্যাকের ওপর থাকা তারিখ দেখে জানা যায়, তার মেয়াদ শেষ হয়ে গেছে।
এর আগে কেরালার রাজধানীতে থিরুভানানথাপুরামের একটি হাসপাতালের ক্যান্টিনের একটি জুসপ্যাকেও মৃত সাপ পাওয়া গিয়েছিল।