আমেরিকায় ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচন!
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি উন্মোচিত হয়েছে আমেরিকার বহু শহরে। আর তাতে সাড়াও পড়েছে বেশ। বহু মানুষ ওই মূর্তির কাছে গিয়ে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে হাস্যরস। এ খবর দিয়েছে রয়টার্স।
সেখানে ট্রাম্পের গায়ের রঙ দেয়া হয়েছে হালকা কমলা রঙের। পেটের ভুড়ি বেশ বড়। আঙ্গুলও বেশ ছোট। এছাড়া তার জননাঙ্গের আকারও অত্যন্ত খর্বকায় দেখানো হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে মূর্তি থেকে বাদ রাখা হয়েছে তার অণ্ডকোষ। পুরো মূর্তির নাম দেয়া হয়েছে, ‘সম্রাটের কোন অণ্ডকোষ নেই’!
নিউ ইয়র্কে, অনুনোমোদিত এ স্থাপনার দিকে অনেক পথচারি বিস্ময় নিয়ে দেখেছেন। অনেকে তাকিয়েছেন। কেউ কেউ হাসাহাসি করেছেন। কেউ আবার দীর্ঘশ্বাস ফেলেছেন। অনেকে গিয়ে ছবি তোলা শুরু করে দেন মূর্তির সঙ্গে। তবে বিকেলের আগেই কর্তৃপক্ষ ওই স্থাপনা সরিয়ে নেয়।
এদিকে ইনডিক্লাইন নামে চিত্রকর, ভাষ্কর, সঙ্গিতশিল্পী, চলচ্চিত্রকারদের একটি সংগঠন এটি স্থাপনের কৃতিত্ব নিয়েছে। এক ইমেইলে সংগঠনটি জানিয়েছে, একই ধরণের মূর্তি সান ফ্রান্সিস্কো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ডে স্থাপন করা হয়েছে। গিঙ্গার নামে এক শিল্পী এটি নির্মানে সাহায্য করেছেন।
এক বিবৃতিতে ইনডিক্লাইন লিখেছে, ‘আমাদের ইচ্ছা মানুষ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ব্যর্থ ও বিভ্রমাত্মক প্রচেষ্টার দিকে ফিরে তাকাক ও হাসুক।’ ডোনাল্ড ট্রাম্পের একজন মুখপাত্রের সঙ্গে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ কোন মন্তব্য করেননি।