আমি না থাকলেও পল্টনের সমাবেশ সফল করুন
পুলিশ অনুমতি না দিলেও সব প্রতিকূলতা উপেক্ষা করে কাল রোববার নয়া পল্টনের সমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোনো কারণে তিনি না থাকলেও কালকের কর্মসূচিতে শরিক হয়ে আন্দোলন সফল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়ার পর শুক্রবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় খালেদা জিয়া এই আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের মাসে ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রায় সবাইকে নয়াপল্টনে সমবেত হতে অনুরোধ জানাচ্ছি। আমি আশা করি, সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা গণতন্ত্র রক্ষার এই সমাবেশে শরিক হবেন। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, আমি আপনাদের পাশে আছি, থাকব সবসময়। যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সরকার বিদায় না নেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।